বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

তামিমের অর্ধশতক, অর্ধেক পথ পেরোল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ডোয়াইন প্রিটোরিয়াসের বলে মিড-অনে চিপ করে সিঙ্গেল, অর্ধশতক তাতেই পূর্ণ করে ফেললেন তামিম ইকবাল। ওয়ানডে ক্যারিয়ারে তামিমের এটি ৫২তম অর্ধশতক, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয়।

তামিমের অর্ধশতকের পর চার মেরেছেন লিটন, দক্ষিণ আফ্রিকার রানের অর্ধেক পেরিয়ে গেছে বাংলাদেশ।

১১ ওভারে বিনা উইকেটে ৬০ রান বাংলাদেশের। আগের ম্যাচে ছোট লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার হয়ে কুইন্টন ডি কক যেমন আগ্রাসী ব্যাটিং করেছিলেন, আজ ১৫৫ রানের লক্ষ্যে অনেকটা সে ঢংয়েই শুরু করেছেন তামিম। লিটন খেলছেন ‘অ্যাঙ্কর’-এর ভূমিকায়।

এনগিডির ওভারে তামিমের ৪ চার

জায়গা দিলে তামিম ছাড়বেন না, আরেকবার বার্তাটা পেলেন রাবাদা। তামিম মেরেছেন ইনিংসের নবম চারটি।

তবে পরের চারটি যেন আছে ‘পুরোনো’ তামিমের ছোঁয়া। শর্ট বলে পা তুলে স্কয়ার লেগ দিয়ে আরেকটি চার মেরেছেন তামিম। ওই শটেই লিটনের সঙ্গে তামিমের জুটি ছুঁয়েছে ৫০। তামিম অবশ্য থামেননি সেখানেই। পরের দুই বলে মেরেছেন আরও দুটি চার।

শর্ট বল করে গেছেন রাবাদা, পুল করে গেছেন তামিম। এক ওভারে ৪ চারে উঠেছে ১৬ রান। প্রথম ১০ ওভারেই বাংলাদেশ তুলেছে ৫৮ রান। এ সময়ে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন