সব জল্পনা কল্পনার অবসান ঘটল অবশেষে। আগামী ২০২০-২১ মৌসুম স্প্যানিস ক্লাব বার্সেলোনার হয়েই খেলবেন লিওনেল মেসি। চুক্তির মেয়াদ সম্পন্ন করতেই থেকে যাচ্ছেন স্প্যানিশ ক্লাবটিতে। শুক্রবার ফুটবল ভিত্তিক ওয়েবসাইট ‘গোল’-কে দেয়া সাক্ষাতকারে এমনটাই জানান লিওনেল মেসি। বার্সেলোনার বিপক্ষে আইনী লড়াইয়ে না জড়ানো আর পরিবারের কারণেই আপাতত স্পেন ছেড়ে অন্য কোথাও না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত মেসি নিজেই নেন।
এ বিষয়ে তিনি বলেছেন, ‘একটা উপায়ে আমি বার্সা ছাড়তে পারতাম। সেটা হল মামলা। আসলে আমি কখনোই বার্সেলোনার বিরুদ্ধে আদালতে যেতে চাইনি। কারণ, বার্সাকে আমি ভালোবাসি। এই ক্লাবটি আমাকে সবকিছু দিয়েছে। এটা আমার জীবনের অংশ। আমার জীবন এখানেই গড়ে উঠেছে। বার্সা আমাকে সবকিছু দিয়েছে। আমি বার্সাকে সবকিছু দিয়েছি। সুতরাং বার্সাকে আদালতে নিয়ে যাওয়ার কথা কখনোই আমি ভাবতে পারি না।’
তাহলে মেসি কেন সিদ্ধান্ত পাল্টালেন? এর পেছনে কি শুধুই ৭০০ মিলিয়ন ইউরো নাকি অন্যকিছু? মেসি বলেছেন, ‘যখন আমি আমার স্ত্রী ও সন্তানদের সঙ্গে বার্সেলোনা ছাড়ার বিষয়টি শেয়ার করলাম তখন নিষ্ঠুর এক নাটকীয় পরিবেশ তৈরি হয়। আমার পুরো পরিবার কাঁদতে শুরু করে। আমার সন্তানেরা বার্সেলোনা ছাড়তে চায় না। তারা তাদের স্কুল পরিবর্তন করতে চায় না।’
‘মাতেও এখনো ছোট। সে এসব কিছু বুঝতেছে না। থিয়াগো বড়। সে টেলিভিশনে কিছু একটা দেখেছে। সে কেঁদে কেঁদে আমার কাছে বলেছে যে বাবা যেও না। আমি আবারো বলছি এটা আমার জন্য কঠিন ছিল। সত্যিই কঠিন। আমি তাকে বার্সেলোনা ছাড়তে বাধ্য করতে পারিনি। এই স্কুল ছেড়ে নতুন স্কুল, নতুন বন্ধু তৈরি করতে দিতে পারিনি। এমন পরিস্থিতিতে আসলে সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল আমার জন্য।’ যোগ করেন মেসি।
মেসি শেষ করেন এভাবে, ‘আমি বার্সেলোনাকে ভালোবাসি। আমি বার্সেলোনার চেয়ে ভালো জায়গা আর কোথাও পাবো না। এখনো আমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আমি নতুন লক্ষ্য ও নতুন চ্যালেঞ্জ নিতে চেয়েছিলাম। এবং হয়তো আগামীকাল আমি ফিরতেও পারি। কারণ, বার্সেলোনায় আমার সবকিছু রয়েছে।’
তার আগে গর ২৫ আগস্ট এক বার্তায় মেসি জানান, তিনি আর থাকতে চাইছেন না বার্সেলোনাতে। এরপর নানা নাটকীয়তা তৈরী হয় মেসিকে নিয়ে। বার্সেলোনাও জানিয়ে দেয়, মেসি চাইলেই চলে যেতে পারবেন না। চলে যেতে হলে ৭০ কোটি ইউরো পরিশোধ করেই যেতে হবে। বার্সার এমন যুক্তির সঙ্গে একমত পোষন করে লা-লিগা।
দুপক্ষের এমন অবস্থানের পর শুক্রবার মেসির বাবা হোর্হে মেসি এক বিবৃতিতে জানান, লা-লিগা কর্তিপক্ষের পর্যালোচনা ভুল। তবে শেষ পর্যন্ত বার্সেলোনার সমর্থকেরাই স্বস্তির নি:শ্বাস ফেললো।
খুলনা গেজেট/এএমআর