ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বিড়ি সিগারেটের আগুনে ১৬ কৃষকের প্রায় দশ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার(২২ মার্চ) দুপুরে উপজেলার তাহেরহুদা গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন ওই গ্রামের মফিজ উদ্দিন, ফজলুর রহমান, বাদল জোয়ার্দার, ইচাহাক আলী, ইব্রাহিম, মিল্টন হোসেন, মিলন, ইবাদত হোসেন, শিলন, সামচুল, হাসিবুল, মোনা মন্ডল, বসির উদ্দিন, শুকুর আলী, শওকত হোসেন ও লোকমান হোসেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দলের সদস্যরা ঘন্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কৃষক মফিজ উদ্দিন জানান, দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গিয়ে দেখেন পানের বরজে দাও দাও করে আগুন জ্বলছে। এ সময় তার প্রায় এক বিঘা জমির পান পুড়ে ছাই হয়েছে। এতে লাখ টাকার ক্ষতি হয়েছে তার। কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে তারা কিছুই জানেন না। তিনিসহ আরও ১৫কৃষকের বরজ আগুনে পুড়ে গেছে।
হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জামাল উদ্দিন জানান, বিড়ি সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তারা ধারণা করছেন।
খুলনা গেজেট/ এস আই