টার্গেটটা ধরাছোঁয়ার বাইরে নয়। তবে সেই লক্ষ্যকে কঠিন করে ফেললেন বাংলাদেশের নারীরা। ২৩০ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৫০ রান।
শুরু থেকেই ধীরে সুস্থে ব্যাটিং করতে থাকে বাংলাদেশ। মুর্শিদা খাতুনের ৫৪ বলে ১৯ রানই তার প্রমাণ। এ ছাড়া অন্য ব্যাটাররাও রান করতে অনেক বল খরচ করেছেন। যেখানে টার্গেটের শুরুতে বাংলাদেশের ব্যাটারদের ওভার প্রতি দরকার ছিল ৪.৬ করে, সেখানে বাংলাদেশের এখন ওভারপ্রতি দরকার ৫.৮৫।
শুরুতেই বাংলাদেশের উইকেট হারিয়ে ম্যাচটা আরও কঠিন হয়ে পড়েছে। ভারতের পূজা, স্নেহরা দারুণ বোলিং করে যাচ্ছেন। এমন কিপটে বোলিং করতে থাকলে ম্যাচটা হাতছাড়া হয়ে যাবে বাংলাদেশের জন্য।
এদিকে নারী বিশ্বকাপে মঙ্গলবার (২২ মার্চ) বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং করে ২২৯ রান সংগ্রহ করেছে ভারত। ভারতের হয়ে অর্ধশতকের দেখা পেয়েছেন ইয়াস্তিকা ভাটিয়া। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নিয়েছেন রিতু মনি। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে এই ম্যাচটি জিততেই হবে বাংলাদেশের।
ভারতে বিপক্ষে এর আগে চারটি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। সর্বশেষ ২০১৭ সালে তাদের বিপক্ষে ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। যার সবকটিতেই হার সালমা খাতুনদের। তবে এই ভারতকেই টি–টোয়েন্টি ম্যাচে হারিয়ে মালয়েশিয়ায় ২০১৮ এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ।
খুলনা গেজেট/ এস আই