খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

খুলনায় মৎস্য দপ্তরের ক্ষেত্রসহকারীদের চাকুরি রাজস্বকরণের দাবি

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (২য় পর্যায়) (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পে রাজস্ব বাজেটের আওতায় বেতনভূক্ত সরাসরি নিয়োগপ্রাপ্ত ক্ষেত্রসহকারীরা চাকুরি রাজস্বকরণের দাবিতে মানববন্ধন করেছে। সোমবার সকালে বয়রাস্থ মৎস্য দপ্তরের বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, সারাদেশে ক্ষেত্রসহকারী পদে ৫০০ জন ও অন্যান্য পদে ১২ জনসহ সর্বমোট ৫১২ জন জনবল ২০১৫-২০১৬ অর্থ বছর থেকে ৭ বছর কর্মরত আছেন। কর্মচারীগণ চাকুরিচ্যুত হলে নিজ পরিবার ও সমাজের কাছে বিভিন্নভাবে হেয়প্রতিপন্ন হবে পাশাপাশি সামাজিকভাবে নৈতিক অবক্ষয়ও দেখা দিতে পারে। তাদের পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন করতে হবে। একইসাথে হঠাৎ করে মৎস্য সেক্টরের উন্নয়নে বাধাগ্রস্থ হতে পারে। এসময় তারা সংশোধিত ডিপিপির আলোকে চাকুরি জাতীয়করণের দাবি জানান।

মানববন্ধনকালে চাকুরী জাতীয়করণের দাবিতে মৎস্য সেক্টরে উন্নয়ন ও ধারাবাহিকতা ধরে রাখার ক্ষেত্রে প্রকল্পভূক্ত কর্মচারীদের অবদান সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন খুলনা বিভাগীয় সভাপতি আব্দুস সালাম বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন ইমরান হোসেন, শামিম রেজা, আব্দুল্লাহ আল মামুন, অর্নব বিশ্বাস, ইসিরাফিল হোসেন, মাসুদ রানা, মশিউর রহমান, সোহেল রানা, প্রশান্ত বিশ্বাস, সাজ্জাদ হোসেন, নাসির হোসেনসহ খুলনা বিভাগের ৫৭ জন ক্ষেত্রসহকারি।

মানববন্ধন শেষে তারা বিভাগীয় উপপরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!