টানা তৃতীয় ম্যাচ জিতে ‘এ’ গ্রুপ সেরা হয়ে দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ,। আজ সোমবার (২১ মার্চ) শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১ লোনাসহ ৪০-৩৮ পয়েন্টে হারায় স্বাগতিকরা।
প্রথমার্ধে শ্রীলংকা একটি লোনা পেলেও বাংলাদেশ এগিয়ে ছিল ১৮-১৭ পয়েন্টে। হারলেও লংকানরা গ্রুপ রানার্সআপ হয়ে উঠেছে শেষ চারে। ২৩ মার্চ বুধবার বিকেল ৩টায় গ্রুপ ‘বি’ রানার্সআপ দলের সঙ্গে ফাইনালের উঠার লড়াইয়ে নামবে সাজুরামের দল। একই দিন দুপুর ২টায় প্রথম সেমিতে শ্রীলংকা খেলবে গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়নের বিপক্ষে।
বাংলাদেশের লড়াইটা হয়েছে শ্রীলংকার নাম্বার টেন আসলাম সাজার সঙ্গে। চল্লিশ মিনিটের রোমাঞ্চকর লড়াইয়ে লংকানদের অধিকাংশ রেইড দিয়েছেন তিনি, হয়েছেন ম্যাচসেরা। তাকে আটকাতে গিয়ে বারবার খেই হারিয়েছেন তুহিন তরফদার-আরদুজ্জামান মুন্সিরা। তবে নিজে একক পারফরম্যান্স করে সব আলো কেড়ে নিলেও দলকে জেতাতে পারেননি আসলাম।
গত বছর বঙ্গবন্ধ কাপের প্রথম আসরে এই শ্রীলংকাকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। র্যাংকিংয়ে বাংলাদেশ পাঁচ ও শ্রীলংকার অবস্থান ছয় নাম্বারে। সমশক্তির দু’দলের লড়াইটি জমে ওঠে। বাংলাদেশ এগিয়ে যাওয়ার পর শ্রীলঙ্কা সমতা আনে। আবার রাজিব-তুহিনদের অসাধারন রেইডে ব্যবধান বাড়িয়ে নেয় স্বাগতিকরা।
কিন্তু দ্বীপ দেশটি প্রতিবারই দারুণভাবে খেলায় ফিরে আসে। বিশেষ করে আসলাম সাজা রেইড নিতে গিয়ে লংকানদেও পয়েন্ট এনে দেন। একপর্যায়ে ৬-৪ পয়েন্টে লিড নেয় শ্রীলংকা। এরপর বাংলাদেশ সমতা আনে তো শ্রীলংকা এগিয়ে যায়।
তবে প্রথমার্ধ্বে চাপে ছিল বাংলাদেশই। পুরো সাতজন একসঙ্গে কম সময় খেলেছেন। কয়েকবার অলআউটের হাত থেকে দলকে বাঁচান মিজান-রবিউলরা। শেষ পর্যন্ত অলআউট হতে হয়েছে বাংলাদেশ। এবারের টুর্নামেন্টে প্রথমবার অলআউট হয় বাংলাদেশ। শ্রীলংকা লোনা পেলেও প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ১৮-১৭ পয়েন্টে।
দ্বিতীয়ার্ধে শুরুটা দারুণ করে বাংলাদেশ। জিয়া-মিজানদের অসাধারন পারফরম্যান্সে বাংলাদেশ লিড নেয় ২৭-২২ পয়েন্টে। এরপরই খেই হারায় লাল সবুজ দলটি। আসলামের কল্যানে লিড নেয় লঙ্কানরা। এই অর্ধে দ্বিতীয়বার অলআউট হয় স্বাগতিকরা।
ম্যাচের শেষ পাঁচ মিনিটে জমে ওঠে। ৩৭-৩৬ পয়েন্টে এগিয়ে যায় শ্রীলংকা। রেইডার আসলামকে আটকিয়ে ৩৮-৩৮ পয়েন্ট এগিয়ে যায় বাংলাদেশ। তবে রিভিউ নিয়ে সফল হয় লংকানরা। এরপর বাংলাদেশ লিড নেয় ৩৯-৩৮ পয়েন্টে। ম্যাচের শেষ কয়েক সেকেন্ড আরদুজ্জামান মুন্সি পয়েন্ট আনতেই মেতে উঠে গ্যালারি। ৪০-৩৮ পয়েন্টে জিতে যায় বাংলাদেশ।
খুলনা গেজেট/ এস আই