খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ৮ দিনের রিমান্ড মঞ্জুর
  টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত
  শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম গ্রেপ্তার
  নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২

ঢাকা-জলপাইগুড়ি মিতালি এক্সপ্রেস শিগ‌গিরই চালু

গেজেট ডেস্ক

খুব শিগগিরই ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ভারতের নিউ জলপাইগুড়ির মধ্যে চালু হচ্ছে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন মিতালি এক্সপ্রেস। সব কিছু ঠিক থাকলে মার্চ মাসের শেষ দিকেই দুই দেশের মধ্যে চলাচল শুরু করবে এই ট্রেন। এরইমধ্যে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে। এ খবর দিয়েছে টেলিগ্রাফ ইন্ডিয়া।

জানা গেছে সপ্তাহে ৪ দিন চলবে এই ট্রেনটি। এরমধ্যে ভারত থেকে এটি ছাড়বে রোববার ও বুধবার এবং বাংলাদেশ থেকে ছাড়বে সোমবার ও বৃহস্পতিবার। দুই দেশের মন্ত্রীরা গত বছরই এই ট্রেনটি চালুর বিষয়ে একমত হলেও কোভিড-১৯ মহামারির কারণে তা পিছিয়ে যায়। তবে মহামারি পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে এটি চালু করতে পদক্ষেপ নেয় উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা গেছে, এই ট্রেনে থাকবে ৮টি এয়ারকন্ডিশন কোচ। জানা গেছে এসি বার্থের ভাড়া হবে বাংলাদেশি ৪ হাজার ৯০৫ টাকা। অপরদিকে এসি সিট ভাড়া হবে ৩ হাজার ৮০৫ টাকা এবং এসি চেয়ারের ভাড়া হবে ২ হাজার ৭০৫ টাকা। এই ট্রেনের যাত্রা নিয়ে ভারতের শিলিগুড়ির এক গবেষক সৌমেন নাগ টেলিগ্রাফ ইন্ডিয়াকে বলেন, এই ট্রেন উত্তর বঙ্গের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবে। ভারতের রেল কর্তৃপক্ষের উচিৎ বাংলাদেশের কাছে নতুন একটি ট্রেনের প্রস্তাব উত্থাপন করা, যেটি কোলকাতা থেকে বাংলাদেশের মধ্য দিয়ে জলপাইগুড়ি চলাচল করবে। আগে এই রুটে ট্রেন চলেছে। এটি চালু হলে উত্তর বঙ্গ থেকে কোলকাতার মধ্যে যাতায়াতের সময় অনেক কমে আসবে

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!