খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে আজ সোমবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর পরিবারের সকল সদস্যের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এস এম জাহিদ হোসেন, ফারুক আহমেদ, মোঃ সাহেব আলী, মল্লিক সুধাংশু, হাসান আহমেদ মোল্লা, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, মোঃ জাহিদুল ইসলাম, মাহবুবুর রহমান মুন্না, এস এম কামাল হোসেন, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, মো: শাহ আলম, শেখ মাহমুদ হাসান সোহেল, শেখ মো: সেলিম, মোঃ হুমায়ুন কবীর, মোজাম্মেল হক হাওলাদার, আলমগীর হান্নান, সুনীল কুমার দাস, আসাদুজ্জামান খান রিয়াজ, বাপ্পী খান, সুমন আহমেদ, শেখ লিয়াকত হোসেন, দীলিপ কুমার বর্মন, শেখ জাহিদুল ইসলাম, রীতা রানী দাস, বাবুল আকতার, ড. সাহিদা খানম, মিলন হোসেন, মোঃ সোহেল রানা, এস এম মনিরুজ্জামান, আমজাদ লিটন প্রমুখ।
খুলনা গেজেট/এএ