পাইকগাছায় পিকআপ চাপায় ফকির গাজী (৬৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় খালেক নামে আরও ১ জন আহত হয়েছেন।
রবিবার (২০ মার্চ) বেলা ১১ টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার চাঁদখালীর কাটাখালী বাজারে।
ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার চাঁদখালী থেকে একটি মাছ বোঝাই পিকআপ বাঁকা বাজার হয়ে খুলনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পিকআপ ভ্যানটি কাঁটাখালী পৌছালে রাস্তা পার হতে যাওয়া ফকির গাজীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এসময় দেবদুয়ার এলাকার খালেক নামে আরও এক ব্যাক্তি আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে ফকির গাজীকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত ফকির লস্করের মাঠামের অধিবাসী। তার গ্রামের বাড়ি উপজেলার রাড়ুলীর শ্রীকন্ঠপুরে বলে জানান স্থানীয়রা।
খুলনা গেজেট/ এস আই