নড়াইলে টিসিবির মাধ্যমে খাদ্য পণ্য বিক্রি কার্যক্রম কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। সকালে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের পরিষদ কার্যালয় চত্বরে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
জেলায় ২১ জন ডিলারের মাধ্যমে মোট ৪৫ হাজার ৫ শত ৯১ জন কার্ডধারীকে ২ লিটার তেল, ২ কেজি চিনি এবং ২ কেজি মুশুরের ডাউল দেয়া হবে, মোট প্যাকেজের দাম পড়বে ৪৬০ টাকা।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপর মোঃ কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জসীম, সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, উপকারভোগীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।