মঠবাড়িয়া থেকে অপহৃত মাদ্রাসা ছাত্রীকে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অপ্রাপ্ত বয়সী কিশোরীকে অপহরণের দায়ে ঝিনাইদহ র্যাব আলামিন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার (১৮ই মার্চ) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পুর্ববলরামপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় সপ্তম শ্রেনীতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে র্যাব। আলামিন পুর্ববলরামপুর গ্রামের লিটন শিকদারের ছেলে।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৪ই মার্চ মাদ্রাসা যাওয়ার পথে লিটনসহ তার সহযোগীরা ভিকটিমকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চরকখালী এলাকা থেকে জোর পূর্বক অপহরণ করে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় অপহরণ মামলা করলে র্যাব ১২ বছরের ওই কিশোরীকে উদ্ধার করে। র্যাব সুত্র জানায়, আলামিন একটি ডিস লাইনের কোম্পানীতে কাজ করতো। সেই সুবাদে সে মঠবাড়িয়া এলাকায় থাকতো। ওই কিশোরী কোচিং সেন্টার ও মাদ্রাসা যাওয়ার পথে আসামী আলামিন উত্যাক্ত করতো।
তবে আলামিনের পরিবারের ভাষ্য, প্রেমের সম্পর্ক করে মেয়েটি আলামিনের সঙ্গে চলে আসে। তাকে কেও অপহরণ করেনি।
খুলনা গেজেট/কেএ