এশিয়ার পাঁচ টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান সরাসরি অংশ নেবে এবারের এশিয়া কাপে। বাকি একটি দল জায়গা করে নেবে ২০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া কোয়ালিফায়ারের মধ্য দিয়ে।
করোনার কারণে এক আসর বসেনি এশিয়া কাপের। চলতি বছর শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে এশিয়া কাপ, অবশ্য সেটি আগে থেকেই জানা ছিল। বাকি ছিল শুধুমাত্র আনুষ্ঠানিক সূচির। শনিবার সেটিও দিয়ে দিলো এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুটের লড়াই মাঠে গড়াবে ২৭ আগস্ট থেকে। ১১ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির পঞ্চাদশ আসরের।
চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে আসন্ন আসরটি অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। শনিবার এসিসির সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
এশিয়ার পাঁচ টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান সরাসরি অংশ নেবে এবারের এশিয়া কাপে। বাকি একটি দল জায়গা করে নেবে ২০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া কোয়ালিফায়ারের মধ্য দিয়ে। করোনার কারণে ২০১৮ সালের পর এখন পর্যন্ত বসেনি এশিয়া কাপের আসর।
২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি ২০২১ সালে পিছিয়ে দিয়েছিল এসিসি। কিন্তু কোভিডের কারণে সেটিও বাতিল হয়েছিল। সে আসরটি আয়োজন করার কথা রয়েছে ২০২৩ সালে। সবশেষ ওয়ানডে ফরম্যাটে মাঠে গড়িয়েছিল এশিয়া কাপের আসরটি।
খুলনা গেজেট/ টি আই