মিলার-বাধা সরালেন মিরাজ
বাংলাদেশের যদি কোনো বাধা থেকে থাকে, সেটি ছিলেন ডেভিড মিলারই। সে বাধা সরালেন মেহেদী হাসান মিরাজ। সামনে এসে খেলতে গিয়ে মিস করে গেছেন মিলার, উইকেট সময়মতো ভাঙতে ভুল করেননি মুশফিকুর রহিম। দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে প্রথম জয়ের আরও কাছে বাংলাদেশ।
তামিমের দারুণ ক্যাচ, মিরাজের জোড়া উইকেটের ওভার
তামিমের দারুণ ক্যাচ, মিরাজের জোড়া উইকেটের ওভার
কাউ কর্নারে প্রথমে নিলেন ক্যাচটা, ভার সামলানোর জন্য তামিম ইকবালকে এরপর যেতে হলো বাউন্ডারির বাইরে, তবে এর আগেই বলটা ছুঁড়ে দিয়েছিলেন ভেতরে। ফিরে এসে নিলেন ঠিকঠাক, শন পোলকের ভাষায় যেটি ‘পারফেক্ট’। মার্কো ইয়ানসেনকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট নিলেন মিরাজ, আরেকটি ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা।
সে ওভারেই কাগিসো রাবাদাকেও ফিরিয়েছেন মিরাজ। রাবাদার শটে খাড়া ওপরে ওঠা ক্যাচটা নিতে ছুটে এসেছিলেন মুশফিক, যদিও শেষ পর্যন্ত ভালোভাবে নিয়েছেন মিরাজই।
শরীফুলের ওপর চড়াও মিলার
ছয়, চার, চার—শরীফুলের প্রথম তিন বলে ডেভিড মিলারের স্কোরিং শট। শেষ তিন বলে তিনটি সিঙ্গেলের পরও ৪৩তম ওভারে উঠেছে ১৭ রান। বাংলাদেশ ও জয়ের মধ্যে এখন সবচেয়ে বড় বাধাটা ডেভিড মিলার, তবে তাঁকে এখনো আটকানো যায়নি।
নিজের শেষ ওভারে ফন ডার ডুসেনকে ফেরালেন তাসকিন
ভ্যান ডার ডুসেন-টেম্বা বাভুমা জুটি গড়ে বাংলাদেশকে বেশ ভুগিয়েছিলেন। ৮৫ রানের সেই জুটি ভেঙে স্বস্তি এনে দিয়েছিলেন শরিফুল ইসলাম। তবুও স্বস্তিতে ছিল না বাংলাদেশ। ডুসেন এবার ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে এগোচ্ছিলেন। চার-ছয় মেরে বল-রানের ব্যবধান কমাচ্ছিলেন দুজনে। দুজনের পঞ্চম উইকেটের জুটি পঞ্চাশ ছাড়িয়ে যায় দ্রুতই। তখনই ত্রাতা হয়ে আসেন তাসকিন। ৩৮তম ওভারের প্রথম বলে ফেরান ডুসেনকে। ৯৮ বলে ৮৬ রান করেন ডুসেন।
বাংলাদেশ: ৩১৪/৭ (৫০ ওভার)
দক্ষিণ আফ্রিকা: ২৩৫/৮ (৪৪)
চাপে বাংলাদেশ
ভ্যান ডার ডুসেন-টেম্বা বাভুমা জুটি গড়ে বাংলাদেশকে বেশ ভুগিয়েছিলেন। ৮৫ রানের সেই জুটি ভেঙে স্বস্তি এনে দিয়েছিলেন শরিফুল ইসলাম। তবুও স্বস্তিতে নেই বাংলাদেশ। এবার ডুসেন ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে এগোচ্ছেন। ইতিমধ্যে দুজনের পঞ্চম উইকেটের জুটি পঞ্চাশ ছাড়িয়ে গেছে। দুজনের ব্যাটে চাপে আছে বাংলাদেশ।
খুলনা গেজেট/এএ