খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) শিক্ষা ও সাংস্কৃতিক অফিসার এসকেএম তাছাদুজ্জমানের মা কুলসুম বেগম(৭৫) আর নেই। তিনি শুক্রবার(১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা নগরীর পশ্চিম বানিয়াখামার আজাদ লন্ড্রী মোড়স্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও চার মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বাদ এশা নিজ বাড়ির সামনের সড়কে জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়।
তাঁর মৃত্যুর খবর শুনে নগরীর বিশিষ্টজনরা মরহুমার বাড়িতে ছুটে আসেন এবং শোকাহত পরিবারের সদস্যদের শান্তনা দেন।
আগামী সোমবার আছর বাদ মরহুমার কুলখানি উপলক্ষে নিজ বাড়িতে দোয়ার আয়োজন করা হয়েছে। উক্ত দোয়ায় সকলকে যথাসময়ে উপস্থিত থেকে মরহুমার আত্মার মাগফেরাত কামনার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তার ছেলে এসকেএম তাছাদুজ্জমান।
খুলনা গেজেট/ এস আই