মাগুরার শ্রীপুর উপজেলার হাট শ্রীকোল গ্রাম থেকে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল শিক্ষার্থী রাজিয়া খাতুনের (১৩) গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। সে হাট শ্রীকোল গ্রামের মিখিজ শেখের মেয়ে। নিহত রাজিয়া হাট শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
নিহতের দাদা আসমত আলী শেখ জানান, আমার নাতিন রাজিয়া খাতুন বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বাড়ির অদূরে নির্জন স্থানে গলাকাটা অবস্থায় মৃতদেহ পাওয়া যায়। প্রেম সংক্রান্ত ঘটনায় রোজিনা খুন হতে পারে বলে তার দাদা ধারণা করছেন।
নিহতের বড়ভাই রাজু আহমেদ অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার বিকেলে বোন বাড়ির পাশে কুমার নদীর চরে রসুনের ক্ষেত দেখতে যায়। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। তবে ওই সময়ে অপরিচিত এক যুবককে রসুনক্ষেত এলাকায় ঘোরা ফেরা করতে দেখেছে এলাকাবাসী।
অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, আজ দুপুর ১২টার দিকে স্থানীয় লোকজন কুমার নদের তীরে নির্জন স্থানে একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গলাকাটা মৃতদেহটি উদ্ধার করে।
পরিবারের দাবি মেয়েটি বৃহস্পতিবার বিকাল থেকে নিখোঁজ ছিল। প্রেম ঘটিত কোনো কারণে তাকে হত্যা করে বাড়ির অদূরে নির্জন স্থানে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবারের সকল অভিযোগের বিষয় সামনে রেখে হত্যায় জড়িতদের শনাক্তে পুলিশের সকল ইউনিট কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
খুলনা গেজেট/এএ