শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

হাজী মালেক কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক

খুলনা নগরীর হাজী আব্দুল মালেক ইসলামিয়া কলেজে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটা হয়। এর আগে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন, কবিতা আবৃতি, মুজিবের জীবনীর উপর আলোচনা করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহিদা খাতুনের সভাপতিত্বে ও মার্কেটিং বিভাগের প্রভাষক এসএম সোহেল ইসহাকের পরিচালনায় বক্তৃতা করেন অধ্যাপক আবুল খায়ের বিশ্বাস, আসিফ ইকবাল, এফএস ইয়াসিন আরা, আব্দুর রউফ, শামিম শেখ, বিপ্লব মণ্ডল, আব্দুল্লাহ আল মামুন, সমরেশ বিশ্বাস, ছাত্রনেতা আতিকুর রহমান সাব্বির প্রমুখ।

খূলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন