রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতিতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। আবারও যুদ্ধে লিপ্ত দুই দেশকে কূটনৈতিক সমাধানের পথ খুঁজে নিতে বলেছেন তিনি। খবর আনাদোলু নিউজ এজেন্সির।
তুর্কি যোগাযোগ অধিদপ্তরের বিবৃতি অনুসারে, আবারও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন এরদোগান। এসময় ইউক্রেনে যুদ্ধ ও মানবাধিকারের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দুই নেতা।
এরদোগান পুতিনকে বলেছেন, একটি স্থায়ী অস্ত্রবিরতি যুদ্ধরত দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী সমাধানের পথ বের করতে পারে।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, রাশিয়া-ইউক্রেনের শান্তি আলোচনায় যুদ্ধের শুরু থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি বলেন, যুদ্ধ কোনও পক্ষেরই মঙ্গল বয়ে আনবে না। তাই কূটনৈতিক পর্যায়ে সমাধানের সুযোগ দেওয়া উচিত।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সশস্ত্র হামলা শুরু করে রাশিয়া। এতে এখন পর্যন্ত উভয় দেশের সৈন্য নিহত হচ্ছেন। নেতারা। সেই তালিকায় আছে মানবাধিকার সংগঠনগুলোও। বেসামরিক লোকজনও মারা যাচ্ছেন।
লাখ লাখ ইউক্রেনীয় পার্শ্ববর্তী বিভিন্ন দেশে আশ্রয় নিচ্ছে। যুদ্ধর এই করাল গ্রাস থেকে বাদ পড়ছে না শিশুরাও। ফলশ্রুতিতে রাশিয়ার তীব্র নিন্দা জানাচ্ছে পশ্চিমা বিশ্বের নেতারা। সেই তালিকায় আছে মানবাধিকার সংগঠনগুলোও।
তবু নিজেদের অবস্থানে অনড় দুই দেশের রাষ্ট্রপ্রধান। কেউ কাউকে একচুল ছাড় দিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করছে না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিংবা ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।