ইমারত নির্মান শ্রমিক জাহিদুর রহমান মহলদারকে পিটানোর ঘটনায় চুকনগর বাজার ইমারত শ্রমিক ইউনিয়ন, মোটরসাইকেল শ্রমিক ইউনিয়ন ও হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার সময় ইমারত শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সভাপতি আব্দুল আহাদ গোলদার।
প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন মোটরসাইকেল শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউপি সদস্য আলাউদ্দীন মালী, হাফিজুর রহমান মোড়ল, বিশ্বজিৎ কুন্ডু, বিল্লাল আকন প্রমুখ। সভায় শুক্রবার সকাল ৯টায় চুকনগর বাজারে শ্রমিকদের উদ্যোগে মানববন্ধন ও সকল শ্রমিককে কর্মবিরতি রাখার নির্দেশ দেয়া হয়।
উল্লেখ্য, রাজমিন্ত্রী জাহিদুর রহমান গত ১৩মার্চ চুকনগর গ্রামের পরিতোষ হালদারের বাড়িতে ছাদের সাটারিং করার সময় একই গ্রামের রবিন দর্জি নামে এক ব্যক্তি ৭/৮জন লোক নিয়ে জোরপূর্বক তাকে তুলে নিয়ে ঘরে আটকে রেখে নির্যাতন করে।