বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেকমন্ত্রী মরহুম তরিকুল ইসলামের কনিষ্ঠ ভাই এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের সাবেক প্রধান চিকিৎসা কর্মকর্তা আমিরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার (১৬ মার্চ) সকাল দশটায় তিনি চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তার লাশ যশোরের বাড়িতে এসে পৌছায়। এদিন বাদ জোহর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে কারবালা কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় যশোর জেলা বিএনপির নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এরআগে বুধবার বাদ আছর ঢাকার ধানমন্ডিস্থ ১৫ নম্বর স্টাফ কোয়ার্টার বায়তুল আফসার মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
খুলনা গেজেট/কেএ