খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত
  শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম গ্রেপ্তার
  নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২

পুনর্বাসনের দাবীতে গোপালগঞ্জে ব্যবসায়ীদের মিছিল ও স্বারকলিপি প্রদান

নিজস্ব প্রতি‌বেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক সম্প্রসারণ ও উন্নয়ন কাজের জন্য জলিরপাড় বাসস্ট্যান্ডের অর্ধশতাধিক দোকানী বেকার হয়ে পরেছে। এসব দোকান মালিকরা তাদের পুনর্বাসনের জন্য জেলা প্রশাসকের কাছে একটি স্বারকলিপি প্রদান করেন।

আজ বুধবার(১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় ক্ষতিগ্রস্থ ৮৬জন ব্যবসায়ী স্বাক্ষরিত দক্ষিণ জলিরপাড় বাসস্ট্যান্ড বণিক সমিতির ব্যানারে স্বারকলিপিটি জমা দেন।

স্বারকলিপি সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সম্প্রসারণ ও উন্নয়ন কাজ চলছে। এতে দক্ষিণ জলিরপাড় বাসস্ট্যান্ড এলাকায় সড়কের দুইপাশে শতাধিক মানুষ দোকানঘর তৈরী করে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছে। সম্প্রতি রাস্তার উন্নয়ন কাজ শুরু হওয়ায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দোকানীরা সেসব দোকানঘর সরিয়ে নিয়েছি। প্রকল্পের কাজ শেষ হওয়ার পর বা সড়কের জন্য চাহিদা মোতাবেক জায়গা নির্ধারণের পর যে জায়গা ফাঁকা থাকবে সেসব জায়গা ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা যাতে বন্দবস্ত পেয়ে পুনর্বাসিত হতে পারে তার সুব্যবস্থার দাবী জানান।

এর আগে ক্ষতিগ্রস্থ দোকানীরা জেলা শহরে একটি মৌন মিছিল বের করে। মিছিলটি শহরের পৌর পার্ক এলাকা থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ করে। পরে মিছিলকারীরা জেলা প্রশাসকের কুইক সার্ভিস ডেক্সে স্বারকলিপিটি জমা দেন। এসময় সমিতির সভাপতি অজয় রায়, সাধারণ সম্পাদক অচিন্ত বৈদ্যসহ অর্ধশত দোকানমালিক উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!