Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content
৯ টি উপজেলায় ১৯.২০ লক্ষ বৃক্ষরোপণ করা হবে

মুজিববর্ষ উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের গ্রিন বেল্ট ফেইজ ২ প্রকল্পের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে “মুজিববর্ষ” উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের “গ্রিন বেল্ট ফেইজ-২” প্রকল্পের আওতায় ৯ টি উপজেলায় মোট ১৯.২০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে zoom conference এর মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার। বৃক্ষরোপণ

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে আরো সংযুক্ত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, নগর আ’লীগের সাধারণ সম্পাদক এম.ডি.এ. বাবুল রানা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস.এম. নজরুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুবুল আলম সোহাগ, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) অধ্যাপক আলমগীর কবিরসহ খুলনা জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি অফিসের প্রধান কর্মকর্তারা।

অনলাইন উদ্বোধন অনুষ্ঠানের পর বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে এবং জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন