খুলনার ডুমুরিয়ার শাহপুর বাজারে মরীচিকা ডিস ক্যাবল অফিসে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে মেশিন ও সকল যন্ত্রাংশ পুড়ে গেছে।
মরীচিকা ডিস ক্যাবলের সত্বাধিকারী আজিজুল হক খান লিটু জানান, সোমবার রাত আনুমানিক ৩টায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। বাজারের নৈশ প্রহরীরা ঠিক পেয়ে অফিসে ফোন করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়।এরপর আমাকে খবর দিলে তাৎক্ষণিকভাবে বাজারে এসে আমি ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে ক্যাবলের মেশিন ও যাবতীয় যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে ।
খুলনা গেজেট/ টি আই