Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

ডুমুরিয়ায় ভূয়া পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় উদ্ধর্তন পুলিশ কর্মকর্তার আত্মীয় পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগেে জিন্নাত আলী শেখ (৩২) নামে এক জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার তার বিরূদ্ধে মামলা দায়েরের পর তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ডুমুরিয়া উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের সাহেব আলী শেখের ছেলে জিন্নাত আলী শেখ (৩২) তালা, ডুমুরিয়াসহ বিভিন্ন এলাকায় নিজেকে এক উর্দ্ধতন পুলিশ কর্মকর্তার আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা করে আসছে। প্রতারণার অংশ হিসেবে মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল হোসেন এর দোকান থেকে বেশ কয়েক মাস আগে আড়াই লাখ টাকার রড ও সিমেন্ট বাকি নেয়। দেড় লাখ টাকা দিলেও বাকি টাকা না দিয়ে নানা প্রকার ভয় দেখাতে থাকে। নিরুপায় হয়ে বৃহস্পতিবার সকালে চেয়ারম্যান শেখ আবুল হোসেন বাদি হয়ে ডুমুরিয়া থানায় একটি মামলা করে।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব জানান, মামলা করার পরে পুলিশ ওই প্রতারককে রাতে গ্রেফতার করেছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন