শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

স্বামীর সঙ্গে এবার মুভি ডেটে যাবে মিঠাই

বিনোদন ডেস্ক

সিদ্ধার্থ মিঠাইয়ের প্রেমপর্ব নিয়ে অনেকেই অপেক্ষাতে ছিলেন। এ দু’জনের সম্পর্কের শুরুতে যে জটিলতা ছিল এখন তা অনেকটাই মিটে গেছে। এখন তাদের মধ্যে বোঝাপড়া বাড়ছে, কাছে আসছেন একে অন্যের।

আর এরইমধ্যে প্রথমবারের মতো মিঠাই ‘মুভি ডেটে’ নিয়ে যেতে চায় তার উচ্ছে বাবু। ইতিমধ্যে এই কথা সে নিজের মুখেই মিঠাইকে জানিয়ে দিয়েছে। আর উচ্ছে বাবুর সঙ্গে একা সিনেমা দেখতে যাওয়ার কথা শুনে চমকে উঠেছে মিঠাই। যে কিনা প্রেম-ভালোবাসাতে বিশ্বাসই করতেন না, সে এখন প্রেমের সিনেমা দেখতে যাবে সিনেমা হলে।

মিঠাইয়ের মতো দর্শকদের কাছেও অবিশ্বাস্য মনে হচ্ছে সব কিছু। সিদ্ধান্ত এভাবে বদলে যাবে দা হিসেবে ছিল না তাদেরও। আর তাই সিদ্ধার্থ মিঠাই-এর প্রথম মুভি ডেট দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। তবে শুধু সিদ্ধার্থ মিঠাই নাকি সিনেমা হলে তাদের সঙ্গে থাকবে হল্লা পার্টি ও?

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন