ভারতে অনুপ্রবেশের অভিযোগে ৩৩ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১২ মার্চ) রাতে পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জের মালেকান ঘুমটি এলাকা থেকে তাদের আটক করা হয়।
রোববার (১৩ মার্চ) আটক ব্যক্তিদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। তাদের ১৪ দিন জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন বিচারক। বিএসএফ সূত্র জানায়, গতকাল মাঝরাতে ঘুমটি এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে একদল বাংলাদেশি। সীমান্তবর্তী কালিন্দী নদী পার হয়ে দেশটিতে প্রবেশ পথে তাদের আটক করা হয়। পরে পুলিশে সোপর্দ করা হয়।
পুলিশ সূত্র জানায়, একসঙ্গে কেন এতজন গভীর রাতে এক দেশের সীমান্ত পেরিয়ে অন্য দেশে ঢোকার চেষ্টা করছিলেন তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কাজের খোঁজে দালালের হাত ধরে সীমান্ত পেরোনোর চেষ্টা করেন তারা। আটক ব্যক্তিদের মধ্যে অধিকাংশেরই বাড়ি সাতক্ষীরা ও খুলনা জেলায়।