আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম সাধারণের হাতের নাগালে রাখতে অত্যাবশ্যকীয় পণ্যের ওপর থেকে ভ্যাট ও ট্যাক্স কমানো হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেছেন, ‘দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে নিত্যপণ্যের ওপর থেকে ভ্যাট ও ট্যাক্স তুলে নিতে যাচ্ছি। খুব শিগগির এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভোজ্যতেল মজুতকারীদের প্রতিরোধে টাস্কফোর্স গঠন করা হবে।
‘আমরা সারাদেশ ওএমএস কার্যক্রম বৃদ্ধি করব, ন্যায্য মূল্যে যাতে সাধারণ মানুষের কাছে পণ্য পৌঁছাতে পারি। এর পাশাপাশি সাপ্লাইচেইনটা যাতে ঠিক থাকে সরকার সে ব্যবস্থা করবে। কোনো পণ্য যাতে কেউ স্টক করতে না পারে সেটা নিয়ন্ত্রণ করা হবে।’
রবিবার বিকেল ৪টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন।
রমজান সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের এই আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়।
বৈঠকে সোমবার ভ্যাট-ট্যাক্স কমানো সংক্রান্ত এসআরও জারি করা হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ক্যাবিনেট সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং পুলিশ প্রধান বেনজির আহমেদসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
খুলনা গেজেট/এএ