সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন না, তা নিশ্চিত হয়েছে আগেই। তবে এই সিরিজে তাঁর যাওয়া না যাওয়া নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত তাঁকে ছাড়াই দক্ষিণ আফ্রিকায় রওনা দিয়েছে বাংলাদেশ দল।
তিন গ্রুপে ভাগ হয়ে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে বাংলাদেশ দল। শুক্রবার সকাল ১১টায় যায় প্রথম দল, রাত ১১টায় যাবে সবচেয়ে বড় বহর এবং কাল শনিবার সকাল পৌনে ১১টায় রওনা হবে শেষ দল।
প্রথম বহরে ছিলেন আট জন সদস্য। তাঁরা হলেন, চার ক্রিকেটার নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বি, এবাদত হোসেন, নির্বাচক হাবিবুল বাশার সুমন, টিম ম্যানেজার নাফিস ইকবাল, ফিজিও বায়েজিদ ইসলাম ও টিম অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু।
এই দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় যাওয়া নির্বাচক হাবিবুল বাসার বিমানবন্দরে সংবাদিকদের বলেন, ‘সাকিব দলে থাকলে ভারসাম্য থাকে। এই সিরিজে তাঁকে মিস করব। আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় সে। এখন দলে নেই তাই বিষয়টি নিয়ে ভাবছি না। এই দল নিয়েই আমরা ভালো পারফর্ম করতে হবে।’
আজ রওনা দিয়ে শনিবার পৌঁছে রোববার বিশ্রামে থাকবে বাংলাদেশ। আগামী শুক্রবার ওয়ানডে সিরিজ শুরু হবে। এর পর ২০ ও ২৩ মার্চ বাকি দুটি ওয়ানডে খেলবে তারা। দুটি টেস্ট হবে ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল এবং ৮ থেকে ১২ এপ্রিল।
এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ৬ টেস্ট ও ১৪টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। একটি ম্যাচও জিততে পারেনি দল। এবার কেমন করে সেটাই দেখার। তবে আইসিসি বিশ্বকাপ সুপার লিগে এখন পর্যন্ত ১০০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ।
ওয়ানডে দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী রাব্বি, মাহমুদুল হাসান জয় ও সৈয়দ খালেদ আহমেদ।
খুলনা গেজেট/কেএ