ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ওলেগ উস্তেনকো জানিয়েছেন, দুই সপ্তাহের বেশি সময় ধরে চলমান হামলায়ই ইউক্রেনের অন্তত ১০ হাজার কোটি মার্কিন ডলারের সম্পদ-সম্পত্তির ক্ষতি হয়েছে।
লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানায় স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিকস আয়োজিত একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে ওলেগ উস্তেনকো বলেন, চলমান যুদ্ধের কারণে ইউক্রেনের ৫০ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বাকি প্রতিষ্ঠানগুলো সক্ষমতার চেয়ে কম কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
রুশ হামলায় ইউক্রেনের রাস্তাঘাট, সেতু, হাসপাতাল, নানা ধরনের সরঞ্জাম ও অন্যান্য সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের সরকারের এই উপদেষ্টা।
ক্ষতিগ্রস্ত হওয়া সম্পদ পুনর্নির্মাণের অর্থ কোথা থেকে আসবে—এমন প্রশ্নের জবাবে ওলেগ উস্তেনকো বলেন, আংশিক অর্থ আসতে পারে বিশ্বের বিভিন্ন স্থানে জব্দ হওয়া রাশিয়ার সম্পদ থেকে।