খুলনা আহসানিয়া মিশন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভবনের কাজ শুরু উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বৃক্ষরোপণ করেন গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন খুলনা আহসানিয়া মিশন এবং হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক জনতা ব্যাংকের উপ মহাব্যবস্থাপক মোঃ হামিদুল হক, বটিয়াঘাটা দলিল লেখক সমিতির সহ সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মাসুম, প্রভাষক জার্মান পলিটেকনিক ইনস্টিটিউট আহসান হাবীব চমন, দলিল লেখক এস এম আজমল হোসেন প্রমুখ।
গ্লোবাল খুলনার আহবায়ক আশা প্রকাশ করেন, গাছ প্রাকৃতিক অক্সিজেন উৎপাদন করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং এর ফল নানা ভাবে মানুষকে তৃপ্ত করে। শুধু তাই না, প্রাকৃতিক ভাবে উৎপাদিত ফল মানুষকে নানা ধরনের রোগ ব্যাধি থেকে রক্ষা করে। তাই সকলের প্রতি তিনি আহবান জানান দেশের প্রতিটি মানুষ, প্রতিষ্ঠান যেন বৃক্ষরোপণ করে।
অপর এক বক্তব্যে তিনি আরও অনুরোধ জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের উল্টাদিকেই আহসানিয়া মিশন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার কার্যক্রম শুরু হয়েছে, তাই সকলেই যেন এই দ্বীনি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকান্ডে সহযোগিতা করেন। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
খুলনা গেজেট/এনএম