‘মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এই প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী।
অনুষ্ঠানে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, জেলা সমাজসেবা দপ্তরের উপপরিচালক খান মোঃ মোতাহার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এএসএম সিরাজুদ্দোহা সহ এনজিও প্রতিনিধিরা বক্তৃতা করেন। স্বাগত জানান জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা রূপায়ন দেব।
অতিথিরা বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ অত্যন্ত দুর্যোগ ঝুঁকি প্রবণ এলাকা। জলবায়ু পরিবর্তন আরও ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগের ওপর মানুষের হাত না থাকলেও প্রস্তুতি থাকলে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকটা প্রশমন করা সম্ভব।
তাঁরা আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানুষের সৃষ্ট কিছু দুর্যোগ আমাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। রানা প্লাজার কথা উল্লেখ করে অতিথিরা বলেন, বড় বড় ভবন নির্মাণের ক্ষেত্রে বিল্ডিংকোড মানা হচ্ছে না। এ সম্পর্কে সকলকে সচেতন থাকতে হবে।
অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিসের সহায়তায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত হয়।
খুলনা গেজেট/ এস আই