মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

মোংলায় মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ (ভি‌ডিও)

মোংলা প্রতিনিধি

মোংলায় মটরসাইকেল দুর্ঘটনায় বুধবার রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন মোংলা পৌর শহরের ১নং ওয়ার্ডের মোর্শেদ সড়কের বাসিন্দা ফার্নিচার ব্যাবসায়ি জাহাঙ্গির হোসেনের ছেলে বায়জিদ হোসেন (২৩) আঃ কুদ্দুসের ছেলে জাকারিয়া (২২) এবং মোড়েলগন্জ উপজেলার গুলিশাখালি এলাকার মোঃ আসাদের ছেলে মোঃ সাকিব (২৩)।

 

নিহতেদের বন্ধু বাবু জানান, তারা মোংলা চাঁদপাই মেলা থেকে মটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে চাঁদপাই ইউনিয়নের মৌখালি ব্রিজের কাছাকাছি এলাকায় এলে তাদের সামনে থাকা মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাত করে পাশের চিংড়ি ঘেরে পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। নিহত বায়জিদ ও সাকিব আপন মামাতো ফুফাতো ভাই এবং জাকারিয়া তাদের বন্ধু।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার কথা শুনে আমি ঘটনাস্থলে ছুটে গিয়েছি এবং ঘটনাস্থল থেকে মোটরসাইকেল টিকে জব্দ করে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন