খুলনায় অর্ধ লক্ষাধিক টাকার অবৈধ বিদেশি সিগারেট জব্দ ও বিক্রেতাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার ( ৯ মার্চ) খুলনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান তালুকদারের নির্দেশে এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা পুলক কুমার মন্ডলের তত্ত্বাবধানে নগরীর নিউমার্কেট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ অবৈধ সিগারেট জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন, খুলনা’র সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ ইসলাম ।
এসময় ‘ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ ও (সংশোধনী) ২০১৩ এর ১০ এর (৩) ধারার বিধান মোতাবেক তাইজুল স্টোর এর সত্বাধিকারী তাইজুল ইসলামকে আইন লঙ্ঘন করে অবৈধ বিদেশি সিগারেট রাখার অপরাধে তাকে সতর্ক পূর্বক নগদ দুই হাজার টাকা জরিমানা করা হয় এবং অর্ধ লক্ষাধিক টাকার বেশি অবৈধ সিগারেট জব্দ করা হয়। পাশাপাশি উক্ত এলাকায় তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে দোকানদার ও জনসাধারণকে সচেতন করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ আনসার এর সদস্যগন, সিয়ামের নির্বাহী পরিচালক এ্যড মোঃ মাছুম বিল্লাহ ও এইড ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা কাজী মোহাম্মদ হাসিবুল হক।
‘ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, বাস্তবায়নে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ ইসলাম ।
খুলনা গেজেট/কেএ