খুলনা গেজেট এ খবর প্রকাশের পরে পাইকগাছায় অবৈধভাবে কাঠ পুঠিয়ে কয়লা তৈরীর চুল্লিতে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৯ মার্চ) বিকেলে উপজেলার চাঁদখালী বাজারের পাশে অবৈধভাবে গড়ে ওঠা কাঠ পুড়িয়ে পরিবেশ ধ্বংসকারী কয়লা তৈরির চুল্লিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। এসময় ওই অবৈধ চুল্লির মালিক কালিদাসপুর গ্রামের নুরুল ইসলাম গাজীর ছেলে এনামুল হক (৩৮) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াস, পেশকার প্রতুল জোয়ারদারসহ আনসার সদস্যরা।
প্রসঙ্গত, এর আগে গত ২৭ ফেব্রুয়ারি ‘পাইকগাছায় অবৈধ চুল্লিতে পুড়ছে কাঠ, স্বাস্থ্য ঝুঁকিতে লাখো মানুষ’ শিরোনামে খুলনা গেজেট এ তথ্য বহুল একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়।
খুলনা গেজেট/ টি আই