আগামি দুই দিনের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে নেবে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই পরিকল্পনার কথা জেনে গেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ।
মঙ্গলবার কংগ্রেসে এক শুনানির সময় সিআইএ প্রধান উইলিয়াম বার্নস এ কথা জানান। এ খবর দিয়েছে বিবিসি।
এসময় বার্নস আইনপ্রনেতাদের সাবধান করে বলেন, পুতিন এখন যুদ্ধ নিয়ে ক্ষুব্ধ ও হতাশাগ্রস্থ। তাই তিনি এখন শক্তি বৃদ্ধি করে ইউক্রেনের সেনাবাহিনীকে ধ্বংস করে দেবেন, বেসামরিক মানুষের হতাহতের কথা তিনি ভাববেন না। বহু বছর ধরে পুতিন ইউক্রেন নিয়ে একইসঙ্গে অভিযোগ ও উচ্চাকাঙ্ক্ষায় ভুগছেন।
তিনি আরও দাবি করেন, ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি যে অভিযান শুরু করেছে রাশিয়া তা পুরোপুরি পুতিনের নিজস্ব চিন্তা।
খুলনা গেজেট/ এস আই