নগরীর রায়েরমহলে দুর্বৃত্তের ছোড়া গুলিতে মো: রাজা শেখ নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রায়েরমহল স্লুইচগেট এলাকায় এ হত্যাকান্ডটি ঘটে।
নিহত রাজা খুলনা হরিণটানা থানার রায়েরমহল এলাকার তোরাপ শেখের ছেলে। তিনি একজন ঘের ব্যবসায়ী।
পুলিশ ও স্থানিয়রা জানিয়েছে, আজ সন্ধ্যায় বাড়ির সামনে কয়েকজনের সাথে আড্ডা দেয়ার সময় মোটরসাইকেল যোগে দু’জন এসে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। এরপর রাজাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহত রাজা মুক্তিযোদ্ধা শাহদাত হোসেন হত্যা মামলার অন্যতম আসামী। তিনি জেল খেটে কিছুদিন আগে জামিনে বেরিয়ে আসেন।
খুলনা গেজেট/এএ