বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ইংলিশ কোচ ডেভিড ক্যাপেল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। দুই বছর ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করা ক্যাপেল বুধবার নর্দাম্পটনের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইংল্যান্ডের সাবেক টেস্ট ক্রিকেটার ক্যাপেল ২০১৬ সালের অক্টোবরে সালমা-রুমানাদের হেড কোচের দায়িত্ব নেন। কাজ করেন ২০১৮ সালের মে পর্যন্ত। এশিয়া কাপের আগে তার স্থলাভিষিক্ত হন ভারতীয় কোচ অঞ্জু জৈন।
ক্যাপেলের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল থাইল্যান্ড এশিয়া কাপ। কোচিংয়ের শেষটা হয় সাউথ আফ্রিকা সফর দিয়ে। কোচের বিদায়ী সিরিজে জয়হীন থাকে টিম টাইগ্রেস। একরাশ হতাশা নিয়েই শেষ হয় ইংলিশ কোচের বাংলাদেশ অধ্যায়।
ইংল্যান্ডের হয়ে ১৫ টেস্ট ও ২৩টি ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা ক্যাপেলের। এ অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার খুব সমৃদ্ধ না হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাটে-বলে রেখে গেছেন দুর্দান্ত অবদান।
খুলনা গেজেট/এএমআর