খুলনা, বাংলাদেশ | ২৫ আশ্বিন, ১৪৩১ | ১০ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৩
  কুষ্টিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু
  আরও এক মামলায় খালাস পেলেন ফখরুল-রিজভী-আমির খসরু
  ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে রেণু হত্যা : একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

মোংলায় ভারতীয় নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট ও মোংলা প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় অরবিন্দ কুমার শ্রীবাস্তু (৪১) নামের এক ভারতীয় নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল সোয়া তিনটায় মোংলা উপজেলার আপাবাড়ি এলাকার নাছিরের বাড়ির রান্নাঘর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

অরবিন্দু কুমার শ্রীবাস্ত ভারতের রাজস্থান রাজ্যের লালন লালের ছেলে। সে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত প্রতিষ্ঠান পাওয়ার ম্যাক প্রজেক্ট লি. এর হিসাব শাখার সহকারি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তার চাকরির পিপি নাম্বার আর-২২৫৪২০৬। অরবিন্দ কুমার শ্রীবাস্তুসহ তার চার সহকর্মী নিয়ে নাছিরের বাড়িতে ভাড়া থাকতেন। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য অরবিন্দু কুমার শ্রীবাস্তের মরদেহ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মোংলা থানার উপ-পরিদর্শক অমিত কুমার বিশ্বাস বলেন, নাছিরের রান্না ঘরের সানসেটের সাথে থাকা একটি রডের সাথে কাপড়ে বাঁধা অবস্থায় তার মরদেহ ঝুলছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন ছিল না। তবে গলায় ফাস দেওয়া ছিল।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!