শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

নভেম্বরে নতুন মৌসুম শুরুর পরিকল্পনা বাফুফের

ক্রীড়া প্রতিবেদক

দেশের একমাত্র পেশাদার ফুটবল লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বাতিল হয়েছে করোনার কারণে। গত মৌসুমের অন্যান্য ফুটবল প্রতিযোগিতাও শেষ করতে পেরেছিলো বাফুফে। তবে শুরু করা যায়নি ফুটবলের নতুন মৌসুম। চার মাসেরও বেশী সময় ঘরবন্দী ফুটবলাররা। এরই মধ্যে মাঠে ফুটবল ফেরানোর জন্য একাধিকবার দাবি তুলেছেন ফুটবলাররা। তবে করোনা পরিস্থিতিসহ অন্যান্য বিষয় বিবেচনায় বাফুফে আগামী নভেম্বরে নতুন ফুটবল মৌসুম শুরু করার পরিকল্পনা করছে।
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের চারটি ম্যাচ বাকি। ৮ অক্টোবর সিলেটে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে পুনরায় বিশ্বকাপ বাছাই শুরু জামাল ভূঁইয়াদের। ১৭ নভেম্বর ওমানের বিপক্ষে শেষ ম্যাচ। আগস্টে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। জাতীয় দলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ থাকলেও বাফুফে চাচ্ছে সেপ্টেম্বর-অক্টোবরে দলবদলের সব কার্যক্রম শেষ করতে। আর নভেম্বরের শেষ দিকে ফুটবলের নতুন মৌসুম শুরু করতে। সেটা ফেডারেশন কাপ কিংবা অন্য কোনো টুর্নামেন্ট দিয়ে। এসব কিছু এখনও আলোচনার পর্যায়ে আছে। করোনাভাইরাসের পরিস্থিতির ওপর নির্ভর করেই সবকিছু করতে চাইছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে সভাপতির কাছ থেকে নভেম্বরে মৌসুম শুরুর আশ্বাস পেয়ে ফুটবলারদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি এসেছে। বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বর্মণ বলেন, ‘সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে আমরা বসেছি। উনি বলেছেন, নভেম্বরে মৌসুম শুরু করতে চান। আমরাও ইতিবাচক নিউজের অপেক্ষায় আছি।’




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন