পরিবেশবাদী ও সামাজিক সংগঠন আলোর মিছিলের কমিটি বিলুপ্ত করা করা হয়েছে। সংঠনের প্রধান উপদেষ্টা জিএম আকরামকে আহবায়ক এবং উপদেষ্টা শেখ শামিমুল ইসলামকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। সংগঠনের কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দিঘলিয়া উপজেলার দৌলতপুর খেয়াঘাট সংলগ্ন মুনসুর সাহেবের পাট গোডাউনের প্রেস মাঠে শুক্রবার (৪ মার্চ) এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শেখ তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তৃতা করেন সামাজিক ব্যক্তিত্ব ও সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মোল্লা মাকসুদুল ইসলাম, সামাজিক সংগঠন স্বপ্নতরীর প্রতিষ্ঠাতা গাজী আলী বাকের প্রিন্স।
দিক নির্দেশনামূলক বক্তৃতা সংগঠনের প্রধান উপদেষ্ঠা জিএম আকরাম, সংগঠনের উপদেষ্ঠা সিনিয়র সাংবাদিক শেখ মনিরুল ইসলাম, সৈয়দ শাহজাহান, এডভোকেট মোশাররফ হোসেন, মনিরুল ইসলাম মোড়ল, শেখ শামিমুল ইসলাম, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সমপাদক মোঃ এহসানুল হক হিরো, সহ-সভাপতি এনামুল কবির, আলোর মিছিলের সংগঠক মোঃ শাহজাহান মোড়ল, ছাত্র নেতা মো: হাসিবুর রহমান, বিএম হাবিব, মহিউদ্দীন পারভেজ, মুজাহিদুল ইসলাম মফিজুল মিনা, আ: গফুর মোড়ল, আলোর মিছিলের মহিলা বিষক নেত্রী আসমা আক্তার চম্পা, নাজনীন সুলতানা প্রমুখ।সভায় আমন্ত্রিত অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ক্রিসেন্ট জুট মিলস লিঃ এর একাধিকবার নির্বাচিত শ্রমিক নেতা মোল্যা আব্দুর রশিদ।
সভায় আগামী ২৫ মার্চ সংগঠনের আহবায়ক কমিটিকে পূর্নাঙ্গ কমিটি গঠনকল্পে সকল প্রস্তুতি গ্রহনের নির্দেশনা প্রদান করা হয়।