মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

রাশিয়া-ইউক্রেন তৃতীয় দফা বৈঠক রোববার

আন্তর্জাতিক ডেস্ক

তৃতীয় বারের মতো আগামী রোববার ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার বৈঠক হতে যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

শুক্রবার জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ তথ্য জানিয়েছেন বলে জার্মানির চ্যান্সেলরের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার দ্বিতীয় দফার বৈঠক কোনো ফলাফল ছাড়াই শেষ হয়। যদিও ইউক্রেনের বেসামরিক লোকজনের জন্য মানবিকতার নিরিখে যুদ্ধবিহীন এলাকার বিষয়ে ঐকমত্যের কথা বলা হয়েছিল। কিন্তু এরপর এ নিয়ে সুনির্দিষ্ট কিছু জানা যায়নি।

অন্যদিকে, ইউক্রেন সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তা মিখাইলো পোদোলিয়াক টুইটে বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, আলোচনায় ইউক্রেন যে ফলাফল আশা করছে, তা অর্জিত হয়নি। মানবিক বিবেচনায় যুদ্ধবিহীন এলাকা নির্ধারণই এখন একমাত্র সমাধান।’




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন