কিয়েভ এবং খারকিভ শহরে যেমন চরম প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে রুশ বাহিনীকে, তেমনই দুই বন্দর শহর ওডেসা এবং মারিওপোলও দখল করতে পারেনি তারা।
স্থলপথে ওই দুই বন্দর শহরে ঢুকতে না পারায় এবার জলপথে হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে রাশিয়া।
বৃহস্পতিবার (৩ মার্চ) যুক্তরাষ্ট্রের এক মুখপাত্র জানান, রাশিয়ার বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ক্রিমিয়া থেকে ওডেশার দিকে এগোচ্ছে। বৃহস্পতিবারই ওই যুদ্ধজাহাজ থেকে বন্দর শহরে হামলা চালাতে পারে রুশ সেনারা।
ইউক্রেনের তৃতীয় বৃহত্তম শহর ওডেশা। ওই দেশের সবচেয়ে বড় বন্দর শহরও বটে। ইউক্রেনের অর্থনীতির অন্যতম মেরুদণ্ড এই শহর। সোভিয়েত আমলেও এই বন্দর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবারই ইউক্রেনের অন্যতম বন্দর শহর খেরসান দখল করেছে রুশ সেনারা। ওডেশা দখল এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। যদিও রুশ হামলার পুরোপুরি জবাব দিতে প্রস্তুত এই শহর। এমনটাই দাবি করেছেন শহরের মেয়র গেনাডি ট্রুখানভ।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, পূর্ণ হামলার পর থেকে এক সপ্তাহে প্রায় ৯ হাজার রুশ সেনাকে হত্যা করেছে ইউক্রেনীয় বাহিনী।
বৃহস্পতিবার সকালে ইউক্রেনের সীমান্তবর্তী বেশ কয়েকটি শহরে হামলা চালায় রুশ বাহিনী। দক্ষিণ-পূর্বাঞ্চলের মারিওপোল এবং উত্তরাঞ্চলের চেরনিহিভ শহরে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে কয়েক হাজার মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
এদিন ইউক্রেনে তিন দিক দিয়ে জোরালো করা হয়েছে রুশ সামরিক অভিযান। রাজধানী কিয়েভ থেকে নিরাপদে সরে যেতে সতর্ক করেছে রুশ বাহিনী।
খুলনা গেজেট/এএ