খুলনার পাইকগাছায় নানা দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে উপজেলা ভূমি অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারীরা।
বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে উপজেলা ভূমি অফিসের সামনে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয় (রাজস্ব প্রশাসন), উপজেলা সার্কেল, ভূমি অফিসে কর্মরত কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড বাস্তবায়ন নিমিত্তে বাংলাদেশ ভূমি প্রশাসন সহকারী সমিতি পাইকগাছা উপজেলা শাখা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে।
কর্মবিরতি পালন কালে বক্তব্য রাখেন, উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী আঃ বারী, প্রতুল জোয়ারদার, টিপু সুলতান, আঃ খালেক খান, আরিফুল ইসলাম ও মনিরুজ্জামান প্রমুখ।
এসময় উপজেলা ভূমি অফিসে কর্মরত সকল তৃতীয় শেণির কর্মচারীরা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ এস আই