শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

নতুন ভুবনে অমিতাভ রেজা

বিনোদন ডেস্ক

প্রথমবারের মতো বাংলাদেশ বেতারের অনুষ্ঠানে অংশ নিলেন জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা। সাক্ষাৎকারভিত্তিক এ অনুষ্ঠানটির নাম ‘প্রাণের মানুষ’।

অনুষ্ঠানাটি প্রযোজনা করেছেন নাদিয়া ফেরদৌসী। উপস্থাপনা করেছেন অভিনেত্রী ফারজানা ছবি।

সম্প্রতি বাংলাদেশ বেতারের স্টুডিওতে এটির রেকর্ডিং সম্পন্ন হয়। সাপ্তাহিক এ অনুষ্ঠানটিতে অমিতাভ রেজা তার শৈশব থেকে শুরু করে বিকশিত হওয়ার সময় এবং চলতি সময়ের কাজের বর্ণনা করেন। এছাড়া সিনেমা ও বিজ্ঞাপন নির্মাণের নানা ধরনের অভিজ্ঞতা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠান প্রসঙ্গে অমিতাভ রেজা বলেন, ‘একবার ছোটবেলায় শিশুশিল্পী হিসেবে প্রথম বেতারে পারফর্ম করেছিলাম। সে সময় ৫০০ টাকা সম্মানিও দেওয়া হয়েছিল আমাকে। তবে বড় হয়ে প্রথমবার এই গণমাধ্যমের অনুষ্ঠানে আসলাম। অভিজ্ঞতা ভালো। আশা করছি, শ্রোতারা আগ্রহ নিয়েই শুনবেন অনুষ্ঠানটি।’

এদিকে বিজ্ঞাপন নির্মাণের কাজ নিয়মিতই করছেন এ নির্মাতা। এসবের পাশাপাশি মাঝে মধ্যে সিনেমা নির্মাণ করছেন তিনি। সর্বশেষ ‘মুন্সিগিরি’ নামে একটি সিনেমা নির্মাণ করেন। এটি গত বছরের মধ্যভাগে মুক্তি পায়।

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন