খুলনায় ভয়াবহ আগুনে পুড়েছে ৯ টি ঘর। বুধবার (২ মার্চ) দুপুরে নগরীর খালিশপুর মুজগুন্নি উত্তরপাড়া আরাফাত মসজিদ রোডের একটি বস্তিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
খালিশপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মালেক আলী সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, এই ঘরগুলোতে ১৮টি পরিবার রয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টায় রান্না ঘরের চুলা থেকে এই আগুন লাগে। এরপর তা পার্শ্ববর্তী ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দুপুর সাড়ে ১২ টা থেকে দেড়টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১৮ টি পরিবারের ৯ টা ঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের খালিশপুর ষ্টেশনের সিনিয়র অফিসার মো. মালেক সরদার জানান, তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
খুলনা গেজেট/ এস আই