যশোরে তিনদিনব্যাপী গণটিকা কার্যক্রম শেষ হয়েছে।
এসময়ে টিকা নিয়েছেন যশোরের আটটি উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ।
গণটিকায় প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ৫৪ হাজার আটশ’ ৪৭ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭১ হাজার পাঁচশ’ দুই ও সাত হাজার দুশ’ ৭৭ জন বুস্টার ডোজ নিয়েছেন। সোমবার শেষদিনে টিকা গ্রহণ করেছেন ৩২ হাজার দুশ’ ১৮ জন।
ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল জানান, সরকার গত ২৬ মার্চ সারাদেশের মানুষকে একদিনে এক কোটি টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। সে অনুযায়ী যশোর স্বাস্থ্য বিভাগ টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এক লাখ ৮০ হাজার জন। লক্ষ্যমাত্রা পূরণে জেলার আটটি উপজেলা এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সসহ তিনশ’টি কেন্দ্র করা হয়। এসব কেন্দ্রে গত তিন দিনে জেলার মোট দুই লাখ ৩১ হাজার ১৯৫ জন মানুষ করোনার টিকা গ্রহণ করেছেন।
গণটিকায় প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ৫৪ হাজার আটশ’ ৪৭ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭১ হাজার পাঁচশ’ দুই এবং বুস্টা ডোজ নিয়েছেন সাত হাজার দুশ’ ৭৭ জন। গণটিকা ক্যাম্পেইনের প্রথম দিনেই ২৬মার্চ টিকা গ্রহণ করেছেন এক লাখ ৫১ হাজার ২৪১ জন।দ্বিতীয় দিনে রোববার নিয়েছেন ৪৭ হাজার ৭৩৬ জন ও সোমবার টিকা গ্রহণ করেছেন ৩২ হাজার দুশ’ ১৮ জন।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ৪২ লাখ ২৪ হাজার দুশ’ ৪৬ ডোজ টিকা প্রদান করা হয়েছে। এর মধ্যে ২৩ লাখ ৮৮ হাজার একশ’ ৪৩টি প্রথম ডোজ ও ১৭ লাখ ৪১ হাজার আটশ’ ৯০টি দ্বিতীয় ডোজ ও ৯৪ হাজার দুশ’ ১৩টি বুস্টার ডোজ রয়েছে।
এ ব্যাপারে যশোরের সিভিল সার্জন ডাক্তার বিপ্লব কান্তি
বিশ্বাস বলেন, একদিনে এক কোটি টিকা প্রদান কার্যক্রমে
যশোর লক্ষ্যমাত্রার অতিরিক্ত প্রায় ৫০ হাজার ডোজ বেশি
টিকাদানে সক্ষম হয়েছে। জেলার তিন শতাধিক কেন্দ্র থেকে মানুষ স্বত:স্ফুর্তভাবে এ টিকা গ্রহণ করেছেন। তিন দিনে যশোরে আড়াই লাখ টিকা দেবার ঘটনা রেকর্ড হয়েছে।
খুলনা গেজেট/এএ