স্বামীর হাতে নির্মমভাবে হত্যার অভিযোগে করা মামলা গ্রহণ করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ। সোমবার (২৮ ফেব্রয়ারি) মুখ্য মহানগর হাকিমের আমলী আদালতের নির্দেশে এফআইআর হিসেবে গ্রহণ করা হয়।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: মমতাজুল হক মামলা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতের সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ১০ টায় বিচারকের নির্দেশে মামলার যাবতীয় কাগজপত্র সোনাডাঙ্গা থানার জিআরও’র কাছে পাঠানো হয়। এফআইআর হিসেবে গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ প্রদান করা হয়।
আরও পড়ুন : স্বামীর দেয়া আগুনে স্ত্রীর মৃত্যু, মামলা নিয়েছে আদালত
মামলার বাদী পক্ষের আইনজীবী মো: মাসুদ জানান, ন্যায় বিচার পাওয়ার জন্য নিহত খুকুমনির মা শিউলী বেগম রোববার আদালতে আসেন। সংশ্লিষ্ট থানার আদালতে মামলা দায়ের করেন। মামলাটি আদালত আমলে নেন। আজ সোমবার সেটি মামলা হিসেবে গ্রহণের জন্য সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জকে নির্দেশনা দেন। যার নং সিআর ১১৮/২২।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: মমতাজুল হকের সাথে সন্ধ্যায় যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলার যাবতীয় কাগজপত্র কেবলমাত্র বুঝে পেলাম। পরবর্তীতে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এএ