শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

সাড়ে ৩ কোটি টাকার মার্সিডিজ কিনলেন শহিদ কাপুর

বিনোদন ডেস্ক

‘কবির সিং’খ্যাত বলিউড তারকা শহিদ কাপুরের জন্মদিন ছিল গেল ২৫ ফেব্রুয়ারি। জন্মদিনের মাসে বাড়ির গ্যারেজে নতুন সংযোজন এনেছেন এই অভিনেতা।

টাইমস অব ইন্ডিয়া ও বলিউড হাঙ্গামার খবর, শহিদ কাপুর কিনেছেন কালো রঙের তিন কোটি রুপির বিলাসবহুল গাড়ি, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে তিন কোটি টাকার বেশি। গাড়ির নাম মার্সিডিজ মেব্যাচ এস-ক্লাস।

সম্প্রতি সেই গাড়িতে স্ত্রী মীরা রাজপুতের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছিলেন এই তারকা, যেখানে চকচকে কালো রঙের গাড়িটিকে রাজকীয় লাগছিল।

শহিদ কাপুরের ‘জার্সি’ সিনেমা মুক্তির অপেক্ষায় আছে, সম্ভাব্য তারিখ ১৪ এপ্রিল। এ ছাড়া আলি আব্বাস জাফর পরিচালিত ‘ব্লাডি ড্যাডি’ ওয়েব সিরিজে কাজ করছেন এই তারকা, যেটি নেটফ্লিক্সে প্রচার হবে।

 

খুলনা গেজেট/কেএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন