খুলনার পাইকগাছার আগড়ঘাটা বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে’র ঘটনায় দু’টি দোকানের সমুদয় মালামাল পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। এতে অন্তত ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। তবে সকল মালামাল ভষ্মিভূত হলেও অক্ষত রয়েছে দোকানে সংরক্ষিত পবিত্র একটি কোরআন শরীফ। ঘটনাটি ঘটেছে রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে।
দোকান মালিকসহ স্থানীয়রা জানায়, রবিবার বিকেলে আকষ্মিক ঝড়-বৃষ্টি শুরু হলে বাজারের অধিকাংশ দোকান-পাট বন্ধ হয়ে গেলে নিদ্রিষ্ট সময়ের আগেই জনমানব শূণ্য হয়ে পড়ে গোটা বাজার। এরপর রাত আনুমানিক ১১ টার দিকে শেফা হোমিও হল এ্যান্ড গার্মেন্টস ও পাশের ফ্রেন্ড টেইলার্স নামে দু’টি প্রতিষ্ঠানে আগুন লাগে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়ে এসকল প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।
শেফা হোমিও হল এন্ড গার্মেন্টস’র স্বত্বাধিকারী যথাক্রমে সুলতান গজী ও মোঃ সিদ্দিকুর রহমান জানান, প্রাথমিক ভাবে তাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। এতে তাদের ৭টি সেলাই মেশিন, বাই সাইকেল, সিট কাপড়, ঔষধ, বিভিন্ন আসবাবপত্র ও অন্যান্য মালামালসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
অপর জন ফ্রেন্ডস টেইলার্স’র স্বত্বাধিকারী মতিয়ার রহমান জানান, তাদের তৈরি পোশাকসহ সিট-কাপড় ও অন্যান্য আসবাবপত্র মিলিয়ে আনুমানিক প্রায় দু’ লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভূত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় বাজার এক রকম ফাঁকা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। পরে খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় উদ্ধারকারীরা দোকানের মধ্য থেকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় একটি কোরআন শরফি উদ্ধার করেন।
সর্বশেষ অগ্নিকান্ডের খবরে ওই রাতেই পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান ও স্থানীয় কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার ঘটনাস্থল পরিদর্শন করেন।
খুলনা গেজেট/ এস আই