খুলনা শপিং কমপ্লেক্সের পাশে রহিমা কমপ্লেক্সের চতুর্থ তলার একটি দোকানে আগ্নিকান্ডের ঘটনা ঘটে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে রহিমা কমপ্লেক্সের চতুর্থ তলার একটি অনলাইন ভিত্তিক পণ্য বেচাকেনার দোকানে এ অগ্নিকান্ড ঘটে।
ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা শুনে দ্রুত মার্কেটে আসে। আগুনের সংবাদ পেয়ে মার্কেটের সকল দোকান বন্ধ করে দেওয়া হয়। লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকে।
জানা যায়, ওই দোকান থেকে ধোয়া বের হতে দেখে পাশের দোকানের এক কর্মচারী চিৎকার করে। পরে ওই মার্কেটের কয়েকজন সদস্য মিলে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। তারা ওই দোকান ঘরের তালাও ভেঙ্গে ফেলে। তাদের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। দুপুর ২ টা ৫০ মিনিটের দিকে এসে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস সদস্যরা।
রহিমা কমপ্লেক্সের ব্যবসায়ী মোঃ গোলাম মহিউদ্দিন বলেন, হটাৎ ধোয়ায় চারপাশ অন্ধকার হয়ে যায়। যে যার মত পেরেছে আগুন নেভানোর চেষ্টা করেছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা যথা সময়ে না আসলে দুই মার্কেটের মালামাল পুড়ে ছাই হয়ে যেত।
ফায়ার সার্ভিস খুলনার সহকারী পরিচালক মো আসাদুজ্জামান বলেন, আগুনের তীব্রতা অনেক ছিল। ঘটনাস্থলে যাওয়ার রাস্তা অনেক সরু হওয়ায় আগুনের কাছে পৌছাতে কষ্ট হয়। ফায়ার সার্ভিসের নযয়টি ইউনিট আধাঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
আগুনের সংবাদ পেয়ে কমিটির সদস্যরা মার্কেটের মূল ফটক বন্ধ করে দেয়। আশপাশের মার্কেটের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের ঘটনায় কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও জানা সম্ভব হয়নি।
খুলনা গেজেট/ এস আই