খুলনার রূপসায় দমকা হাওয়ায় ভেঙে পড়া নারকেল গাছের তলে পড়ে কৃষ্ণা পাল(৫০) নামের এক নারী নিহত হয়েছেন।
রোববার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের নারকেলি চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষ্ণা পাল ওই এলাকার নিখিল পালের স্ত্রী।
তার স্বামী জানান, সন্ধ্যায় কৃষ্ণা পাল বাড়ির উঠানে টিউবয়েলের কাছে গিয়েছিলেন। এসময়ে হঠাৎ দমকা হাওয়ায় ভেঙে পড়া নারকেল গাছের তলে পড়ে আহত হন। পরে দ্রুত তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পিকিং বলেন, কৃষ্ণা পালকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। মরদেহ এখনো হাসপাতালে আছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/ এস আই